ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টাইগারদের মিশনে শাকিবের শুভকামনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১৭ মার্চ ২০১৮

মাহমুদুল্লাহ’ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আর এ জয়ের মধ্য দিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগাররা। জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। বসে নেই তারকারাও। মোটামুটি সব তারকাই তাদের ফেসবুক ও সোশ্যাল সাইডগুলোতে টিম টাইগারকে অভিনন্দন জানিয়েছেন।

এই জয় উদযাপনে পিছিয়ে নেই ঢালিউড তারকারাও। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জোয়ারে ভাসিয়ে যাচ্ছেন।

শুক্রবার খেলা শেষে রাত ১১টা ৪৫ মিনিটে চিত্রনায়ক শাকিব খানও তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘সাবাশ বাংলাদেশ। হৃদয় থেকে অভিনন্দন। পরবর্তী মিশনের জন্য শুভকামনা।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি