ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:২৫, ১৭ মার্চ ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অঞ্জনা, আলীরাজ, রিয়াজ, পপি ও নিপুন প্রমুখ।

আজ বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। তার জন্মদিন উপলক্ষে আজ জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। নেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি।

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি