ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সিলেট মাতাবে জেমস, মমতাজ ও দলছুট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১১:১৪, ১৮ মার্চ ২০১৮

সিলেট মাতাবেন দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় দুই শিল্পী জেমস ও মমতাজ। আজ রোববার বিকেল ৪টায় একই মঞ্চে গান গাইবেন তারা। যেখানে আরও গান পরিবেশন করবেন বাপ্পা মজুমদার (দলছুট)

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে ‘অগ্রযাত্রায় দুর্বার বাংলাদেশ’ শীর্ষক এই কনসার্ট আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডকে মানুষের সামনে তুলে ধরার লক্ষে আয়োজন করা হয়েছে এই কনসার্ট। সিলেট শিল্পকলা একডেমির দলীয় নৃত্যসহ নানান পরিবেশনার পর এতে সংগীত পরিবেশন করবেন তারা।

নওশিনের উপস্থাপনায় এবং আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি দেশ টিভিতে প্রচারিত হবে রবিবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি