ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শ্রীদেবীর চরিত্রে বিদ্যা বালান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১৮ মার্চ ২০১৮

পরিচালক হনশল মেহতা। শচিন, মহেন্দ্র সিং ধোনি এবং সিল্ক স্মিতার পর এবার শ্রীদেবীর বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন তিনি। এদিকে বলিউডের প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী বিদ্যা বালানকে। তবে বিদ্যার পক্ষ থেকে বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এক সাক্ষাৎকারে হনশল মেহতা বলেন, ‘বলিউডে আর কখনও দ্বিতীয় কোনও সুপারস্টার অভিনেত্রী আসবেন না। আর সেই কারণেই এবার শ্রীদেবীর বায়োপিক তৈরি কররার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শ্রী-কে সম্মান জানাতেই তাঁর বায়োপিক তৈরি করা হবে বলে জানিয়েছেন হনশল মেহতা।

শ্রীদেবীর হাসি, শ্রীদেবীর নাচ, শ্রীদেবীর অভিনয়, সবকিছুকে নিখুত ভাবে ফুটিয়ে তুলতেই, তাঁকে সম্মান জানিয়ে এবার বলিউডের প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

মিস্টার ইন্ডিয়া থেকে শুরু করে, সদমা, নাগিনা, চালবাজ, মম, ইংলিশ ভেংলিশ সহ একাধিক সিনেমায় অভিনয় করেন শ্রীদেবী। এবার শ্রী-এর সব আইকনিক চরিত্র কেমন করে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন বিদ্যা বালান, সেটাই দেখার বিষয়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি