ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সালমার ব্যস্ত সময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:৪৩, ১৮ মার্চ ২০১৮

ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। গান নিয়েই তার যত ব্যস্ততা। বর্তমানে বেশ ব্যস্ত স্টেজ শো নিয়ে। গানের নেশায় সারা দেশে ছুটে বেড়াচ্ছেন এই কণ্ঠ শিল্পী। গত কয়েক মাস টানা স্টেজ ব্যস্ততাতেই কেটেছে সালমার সময়।

বিষয়টি নিয়ে সালমা বলেন, ‘আসলে শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকেই টানা ব্যস্ততায় কাটছে সময়। দেশের বিভিন্ন স্থানে শো করছি। এখনো এই ব্যস্ততাটা কমেনি। হয়তো বর্ষা মৌসুম এলে কিছুটা কমবে। তবে এই শো-র ব্যস্ততাটা আমি খুব উপভোগ করছি।’

এদিকে স্টেজের বাইরেও সালমা বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন গান নিয়ে। এরই মধ্যে নতুন কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে বেশ বেছে বেছেই কাজ করছেন সালমা। নতুন এ গানগুলো পহেলা বৈশাখে প্রকাশের কথা রয়েছে।

এ বিষয়ে সালমা বলেন, ‘আসলে খুব বেশি কাজ করছি তা না। মানসম্পন্ন কাজগুলো করছি। গত বেশ কিছুদিনে কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। এ গানগুলো নিয়ে আমি আশাবাদী। এগুলো পহেলা বৈশাখে প্রকাশের কথা রয়েছে। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে সবার।

তিনি আরও বলেন, ‘আমি লালনের গানের অ্যালবাম ইতিমধ্যে করেছি। সামনেও লালনের গান করার ইচ্ছে রয়েছে। তবে এখনতো আর অ্যালবাম প্রকাশের রীতি নেই। তাই হয়তো সিঙ্গেল আকারে গান প্রকাশ করবো। বেশ কিছু গান আমি নির্বাচন করে রেখেছি। সামনে এগুলো রেকর্ডিং করবো।’

সালমা আরও বলেন, ‘সারাজীবন গান গাইতে চাই। শ্রোতাদের অনেক ভালো ভালো গান উপহার দিতে চাই। দেশের সেবা করার ইচ্ছে আছে। গান দিয়েই সারাবিশ্বের কাছে নিজের দেশকে উপস্থাপন করতে চাই। শিল্পীর কাছে গান একটি বিশাল অস্ত্র। আমি গাইতে পারি। এটা আমার অনেক বড় একটা পাওয়া।’

উল্লেখ্য, লোকসঙ্গীত শিল্পী সালমা রিয়ালিটি শো ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মাধ্যমে সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি