ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মাহমুদউল্লার প্রেমে ফারিয়া শাহরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:১৯, ১৮ মার্চ ২০১৮

ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ। তার মারমুখি ব্যাটিং এর প্রসংসায় ভাসছে পুরো স্যোশাল মিডিয়া। একেক জন একেক ভাষায় তাকে অভিনন্দন, প্রশংসা জানাচ্ছেন। তেমনি ফারিয়া শাহরিন তার আবেগ প্রকাশ করেন তার করা এক পোস্টে।  

মাহমুদউল্লার প্রতি প্রেম জমেছে তার। তাই তার ফেসবুক স্ট্যাটাসে সেটি তুলে ধরেন। ফারিয়া লিখেন, মাহমুদুল্লাহর প্রেমে পড়েছি আমি...বিবাহ না করলে বিবাহের আবেদন পাঠাতাম। কিন্তু তার বউ মিষ্টি, আমার প্রতিবেশী ছিল। অনেক আদর করতাম, তাই চলে গেলাম...। কিন্তু তুমি আমার `পেয়ার`। `আই পেয়ার ইউ।` যেভাবে জানটা লাগায়া খেললে দেশের জন্য, স্যালুট ম্যান...মনে মনে তোমাকে পেয়ার করব। পড়ে গিয়ে ব্যথা পেয়েছ দেখলাম, যত্ন নিও।

(ফেসবুক থেকে সংগৃহীত)

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি