ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঊর্মিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩১, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

উত্তরার একটি শুটিং হাউসে সৈয়দ শাকিল পরিচালিত ‘সোনার শিকল’ ধারাবাহিক নাটকের শুটিং করার সময় বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঊর্মিলা। এরপর তার দুই সহশিল্পী অপূর্ব ও শবনম ফারিয়া তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে কিডনি সমস্যা খুঁজে পান। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক  হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার সকালে তার কিডনিতন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী রকেট।

তিনি আরোও বলেন, ঊর্মিলা আপু এখন সুস্থ আছেন। তার কিডনিযন্ত্রে পাথর ছিল। তবে চিকিৎসক বলেছেন, আপুর আরো একটি অস্ত্রোপচার করতে হবে। সেটা দুই কিংবা তিন দিন পর করা হবে বলে জানিয়েছেন। সবাই আপুর জন্য দোয়া করবেন।

 এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি