ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রাবন্তীর কোলে শাকিবপুত্র জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৫০, ২০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর কোলে দেখা গেল শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়কে। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ সোশ্যাল মিডিয়া ফেসবুকে এরকম একটি ছবি প্রকাশ করেছে। যেখানে জয়কে দেখা যাচ্ছে শ্রাবন্তীর কোলে। জয়ের মাথায় প্রচুর চুল ও একটি কালো টিপ পরানো ছিল।

হঠাৎ করেই কলকাতা বেড়াতে গেলেন অপু বিশ্বাস। আর সেখানেই দেখা হয় সবার সঙ্গে। জয়কে নিয়ে ওই সময় সবাই বেশ আনন্দ করে। 

শ্রাবন্তীর কোলে জয় হাস্যোজ্জ্বল ছিল না, ছিল নির্লিপ্ত ও চেহারায় ছিল কিছুটা অস্বস্তি। যদিও শাকিব খান পাশেই পুত্রকে হাসানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলেন। শ্রাবন্তী চেষ্টা করছিলেন জয়কে আনন্দ দেয়ার। রবিবার ছবিটি প্রকাশ হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, দেখো ‘ভাইজান এলো রে’ ছবির ফটোশ্যুটে কে এসেছে। আমাদের প্রিয় সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়।

ঢাকার ছবিতে নানা উপাধিতে ভূষিত হয়েছেন শাকিব খান। কিং খান, নাবাব, হিরো নাম্বার ওয়ান ইত্যাকার নানা তকমার পর এবার তাকে ডাকা হচ্ছে ভাইজান নামে। কারণ খান সাহেবের নতুন সিনেমার নাম ভাইজান এলো রে। কলকাতায় এখন এ ছবির চলছে টানা শ্যুটিং।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি