ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মুক্তিযোদ্ধার স্ত্রী হলেন ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:৫২, ১৯ মার্চ ২০১৮

মুক্তিযোদ্ধার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তোমার ভয় নেই মা’ শিরোনামের নাটকটিতে ফারিয়ার বিপরীতে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। স্বাধীনতা দিবসকে সামনে রেখে নতুন এ নাটকটি নির্মিত হয়েছে।

মুক্তিযুদ্ধের সময়কার অনেককিছুই চাইলেও ভুলে থাকা যায় না। যারা ১৯৭১ এর ভয়াবহ দিনগুলোকে দেখেছেন, ভোগ করেছেন দিনযাপনে তারা কেউই পারেন না। নাটকটিতেও সেইসব ভয়াবহ দিনের স্মৃতি বয়ে বেড়ানোর চিত্র ফুটে উঠেছে।

একটি মুক্তিযোদ্ধা পরিবারকে কেন্দ্র করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একটি বিশেষ দিক দেখানো হবে নাটকে। ১৯৭১ থেকে ২০১৮ অনেকটা সময়। কিন্তু সেই ৭১’এর কিছু স্মৃতি বয়ে বেড়াচ্ছেন একজন নারী। আর সেই নারীর ভূমিকায় এবার দেখা যাবে শবনম ফারিয়াকে।

নাটকটি নিয়ে শবনম ফারিয়া বললেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্পের নাটক এটি। একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। কাজ করে তৃপ্তি পেয়েছি। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’

নাটকটি স্বাধীনতা দিবস ২৬ মার্চ রাতে বাংলাভিশনে প্রচার হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি