ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

অপেক্ষা শেষ পরীমনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৩০, ১৯ মার্চ ২০১৮

ঢালিউডের গ্ল্যামার অভিনেত্রী পরীমনি। তার হাত ধরে প্রথমবারের মতো রূপালী জগতে আসছেন ইয়াশ রোহান। সম্পূর্ণ নতুন এই জুটিকে দেখার অপেক্ষায় রয়েছে ঢাকাই সিনেমার দর্শকরা। অবশেষে সেই প্রতিক্ষার পালা শেষ। ‘স্বপ্নজাল’ সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৬ এপ্রিল।

এ বিষয়ে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সিনেমাটি ৬ এপ্রিল বাংলাদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এর এক বা দু’সপ্তাহ পর কলকাতায় সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছি। আর ২০ এপ্রিল চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর মাধ্যমে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন। আশা করি, দর্শক সিনেমাটি পছন্দ করবেন।’

কিছুদিন আগে এ সিনেমার ট্রেইলারও মুক্তি পায়। ট্রেইলারে চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা কিছুটা কাহিনীর ইঙ্গিত দিয়ে রেখেছেন। দু’টি প্রাণের বাঁধনহারা এক প্রেম। ডাকাতি, সংঘাত, গুম, আর কূটকৌশলের আবর্তে দু’জন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু হৃদয় তো বাধা মানে না। দু’জনের মনের আকুলতায় তৈরি হয় আরেক প্রেমগাথা। এ সিনেমার মাধ্যমে দেশি বাণিজ্যিক ধারার নায়িকা পরীমনি রূপ বদলে আসছেন নতুন লুকে। পরীমনিও সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

পরীমনি বলেন, ‘স্বপ্নজাল’ সিনেমাতে আমার চরিত্রের নাম শুভ্রা। আর আমার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ। তার চরিত্রের নাম অপু। এখানে দর্শক আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন।

উল্লেখ্য, ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার। ‘স্বপ্নজাল’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি