ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে মুক্তি পাচ্ছে না শাকিবের ‘চালবাজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১১:০২, ১৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউড সুপারস্টার শাকিব খান। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এই জুটির নতুন সিনেমাচালবাজ আগামী মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে দেশে নয়, ভারতের প্রেক্ষাগৃহে। সিনেমাটি আগামী ১৩ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে। এ তথ্য দিয়েছেন শাকিব খান নিজেই।

এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন এ সিনেমাটি নিয়ে শাকিবও বেশ আশাবাদী।

এদিকে জানা গেছে, সিনেমাটি যৌথভাবে নির্মাণের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। কারণ বাংলাদেশের চলচ্চিত্র প্রিভিউ কমিটি থেকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসেবে অনুমতি পায়নি সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেন প্রিভিউ কমিটির সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, ‘চালবাজ’ যৌথ প্রযোজনার সিনেমা হিসেবে অনুমতি পায়নি। হয়তো সে কারণেই ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

অন্যদিকে জানা যায়, সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি পাবে ‘চালবাজ’। কিন্তু ১৩ এপ্রিলে সিনেমাটি এদেশে মুক্তি পাবে কি না, তা এখনো চূড়ান্ত জানা যায়নি।

‘চালবাজ’ সিনেমাতে দর্শকরা শাকিব খানকে কখনো ঠকবাজ, কখনো রংবাজ বেশে দেখতে পাবেন। অ্যাকশন, কমেডি, সংলাপ আর রোমান্সে ভরপুর এ সিনেমাটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি।

উল্লেখ্য, এর আগে শাকিব খানের বিপরীতে শুভশ্রী ‘নবাব’ সিনেমাতে অভিনয় করেছেন। যৌথ প্রযোজনার এ সিনেমাটি বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে মুক্তি পায়।

এদিকে শাকিব খান বর্তমানে ‘ভাইজান এলো রে’ সিনেমার জন্য ভারতে অবস্থান করছেন।

চালবাজের টিজার দেখতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি