ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আবারও কপিল-সুনীলের ঝগড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১৯ মার্চ ২০১৮

দুই কমেডিয়ানের কাণ্ড নিয়ে সরগরম ভারতীয় টেলিভিশন। আবারও শিরোনামে কপিল শর্মা সুনীল গ্রোভার। কারণ একটাই- তাদের ঝগড়া। বিতর্কের কেন্দ্রে আরও একটি ট্যুইট। যার জেরে এই দুই কমেডিয়ানের মধ্যে আবারও তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে।

সম্প্রতি সুনীলের একটি ট্যুইট নিয়ে কপিলকে আবারও সমালোচনার মুখে পড়তে হয়েছিলো। সুনীলের সেই ট্যুইটের জবাব দিলেন কপিল শর্মা। তাও আবার পোস্টে ঢুকে রিপ্লাই দেন কপিল।

সম্প্রতি সুনীল ট্যুইট করে জানান যে- কপিলের নতুন শো-এর পক্ষ থেকে তাঁকে কোনও ফোন করা হয়নি। অপেক্ষা করেছিলাম যে ফোন আসবে। কিন্তু কপিলের মতে এই কথা পুরোই মিথ্যে।

কপিল ট্যুইটে লিখেছেন, ‘সুনীল মিথ্যে কথা বলছো। আমি একশো বারের বেশি তোমায় ফোন করেছি এবং আমার টিমের লোকজন ও আমি দেখা করতেও গিয়েছে তোমার বাড়িতে। কিন্তু তুমি কোনও না কোনো শো’র অজুহাতে দেখা করতে চাওনি। দয়া করে গুজব ছড়িও না এবং আমার সম্পর্কে কোনও খারাপ ইম্প্রেশন ক্রিয়েট করো না।’

এই টুইটের পর সুনীল গ্রোভারও আবার মুখ খুললেন। থেমে নেই কপিলও। পাল্টা জবাব ছুড়লেন সুনীলের দিকে।

গত বছর বিমানে সুনীল ও কপিলের ঝগড়া ঘিরে দুজনের সম্পর্কের বেশ অবনতি হয়। যদিও দোষ সম্পূর্ণভাবে কপিল শর্মারই ছিল। কিন্তু ঘটনাটির পর অনেকবারই কপিল ক্ষমা চেয়েছেন। কিন্তু নতুন এ কাণ্ডে বোঝা যাচ্ছে যে তাদের সম্পর্ক ঠিক হয়নি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি