ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

প্রেক্ষাগৃহে আসছে ‘পোস্টমাস্টার ৭১’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৪১, ১৯ মার্চ ২০১৮

প্রযোজনার খাতায় অনেক আগেই নাম লিখিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। এবার তার প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’ নানা জটিলতা পেরিয়ে এ বছরই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

২০১৫ সালে ছবিটির কাজ শুরু হলেও নানা জটিলতায় বার বার এর মুক্তির তারিখ পিছিয়েছে। এবার সবকিছু ঠিক থাকলে শিগগিরই ছবিটি মুক্তি পাবে। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন রাশেদ শামীম ও আবির খান।

এ বিষয়ে সিনেমাটির পরিচালক রাশেদ শামীম বলেন, ‘মুক্তিযুদ্ধের ছবি আমাদের দেশে অনেক তৈরি হচ্ছে। কিন্তু এই ছবিতে দর্শক ভিন্ন কিছু পাবে। নতুন পরিচালক হওয়ায় আমরা সময় নিয়ে ছবিটি নির্মাণ করছি। কোনো কিছু অসঙ্গতি মনে হলে আবার নতুন করে শুট করছি। যে কারণে ছবি মুক্তিতে একটু দেরি হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের ছবিটি মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি তবে এটি একটি মিষ্টি প্রেমের ছবি। আমাদের ছবির প্রেক্ষাপট শুরু হয়েছে ১৯৬৫ সাল থেকে, তখনকার সময়ের একজন পোস্টমাস্টারের প্রেমের গল্প নিয়ে ছবিটি, আমাদের গল্পটা শেষ হয় ৭১ সালের স্বাধীনতা দিয়ে। এখানে দর্শক যেমন যুদ্ধ দেখবেন, তেমনি মিষ্টি একটি প্রেমের গল্পও উপভোগ করবেন।’

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি