ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

তৈমুরের সঙ্গে ইনায়ার তুলনায় বিরক্ত সোহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২০ মার্চ ২০১৮

তৈমুর আলি খানের জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। এ বার সেই লিস্টে ঢুকে পড়ছে তৈমুরের পিসতুতো বোন ইনায়া খেমুও। ওয়েব দুনিয়ায় এই দুই তুতো ভাই-বোনকে নিয়ে তুলনাও শুরু হয়েছে। এ বার তা নিয়েই মুখ খুললেন সোহা আলি খান।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে সোহা জানান, তিনি যখন ছোট ছিলেন তখন সইফের সঙ্গে তার তুলনা করা হতো। এমনকী, মায়ের সঙ্গেও তুলনা হয়েছে বহু বার। ফলে এটা তার কাছে নতুন অভিজ্ঞতা নয়।

সোহার কথায়, তুলনা এমন একটা জিনিস যা লোকে ভালোবাসে। আমাকেও মা আর ভাইয়ের সঙ্গে আগে তুলনা করা হতো। এখন সেটাই শুরু হয়েছে তৈমুর আর ইনায়ার মধ্যে। ওদের একসঙ্গে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন করে, কে বেশি সুন্দর? এ সব খুব বিরক্তিকর। কিন্তু কী করব? এটাই লোকের স্বভাব। এ সব ঘটনা হেসে উড়িয়ে দিতে হয়।

স্টার কিড হওয়ার কারণে ইনায়া যে সব জায়গায় আলাদা মনোযোগ পায় তা সোহা জানেন। কীভাবে সে সব পরিস্থিতি সামলাতে হয়, তা তার আয়ত্তে বলে জানিয়েছেন সোহা।

তথ্যসূত্র: আনন্দবাজার।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি