ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আমাকেই সবাই ছুড়ে ফেলেছে: কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২০ মার্চ ২০১৮

বলিউড সেনসেশন কঙ্গনা রনৌত আর হৃতিক রোশনের প্রেম, বিচ্ছেদ আর কাদা ছোড়াছুড়ির ঘটনা অনেকটা ছোট গল্পের মতো। যেন শেষ হয়েও হইল না শেষ। দুজনের অতীত নিয়ে আলোচনা-সমালোচনা চলছে তো চলছেই।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কঙ্গনার কাছে আবারও জানতে চাওয়া হয় তাঁর পুরোনো প্রেমের বিষয়ে। সেই আলোচনায় উঠে আসে তার প্রেম ও প্রতারিত হওয়ার রগরগে গল্প।
কঙ্গনা বলেন, ‘জীবনে আমি অনেক প্রেম করেছি। প্রতিটি প্রেম ভাঙার পর আমার মনে হয় এটাই আমার শেষ প্রেম। আমার কাছে প্রেম শুধু শারীরিক বিষয় নয়। এটি অনেক বেশি আত্মিক একটি ব্যাপার আমার কাছে।’
প্রেমকে পবিত্র মনে করলেও বারবার কেবল প্রতারিতই হয়েছেন কঙ্গনা। এই হট অভিনেত্রী বলেন, ১৬ থেকে ৩১ বছর পর্যন্ত যতবার প্রেমে পড়েছেন, প্রতিবার প্রেমিকেরাই তাঁকে ছুড়ে ফেলেছেন। অন্যকে ছুড়ে ফেলার সুযোগ তাঁর কখনোই হয়নি।
কঙ্গনা আরও বলেন, আমাকে কে কে ছেড়ে গেছে, আমি যদি তাদের নাম বলতে আরম্ভ করি, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। গত বছর বলিউডে স্বজনপ্রীতির বিষয় নিয়ে যে আলোড়ন উঠেছিল, তার সূত্রপাত কিন্তু কঙ্গনাই করেন। স্বাভাবিকভাবেই কঙ্গনার সঙ্গে আলোচনায় সেই বিষয়টিও উঠে আসে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি