ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

হলিউডকে ফিরিয়ে দিলেন রণবীর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৫১, ২০ মার্চ ২০১৮

হলিউডে অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং এমন কথাই শুনা যাচ্ছিল। অনেকের মন্তব্য প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড ছাড়ছেন `পদ্মাবত`-এর আলাউদ্দিন খিলজি? এবার এসব প্রশ্নের উত্তর ভক্তদের নিজেই দিলেন রণবীর সিং।

সম্প্রতি, ফেসবুক লাইভে ভক্তদেরকে রণবীর জানান, তার হলিউডে কাজ পাওয়ার খবরটা সত্যি। তবে তিনি জোয়া আখতারের `গলি বয়` নিয়ে ব্যস্ত থাকার কারণে সেই প্রজেক্টে সই করেননি।

এরপরই প্রশ্ন ওঠে, তবে তার কি হলিউডের ছবি পছন্দ নয়? এই প্রশ্নের জবাবে রণবীর জানান, এমনটা নয় যে তিনি হলিউডের ছবি পছন্দ করেন না। তিনি নিজেও প্রচুর হলিউডের সিনেমা দেখেন। তবে এখনও তার মুম্বাইয়ে অনেক ভালো কিছু করার আছে।

রণবীরের কথায়, তিনি ইংলিশ ছবি করার বিষয়ে এবং লস অ্যাঞ্জেলস শ্যুটিং করার বিষয়ে উৎসাহি। পরবর্তীকালে যদি ভালো কোনও সুযোগ আসে নিশ্চয় করবো।

সম্প্রতি নিউজিল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন রণবীর সিং। সেখান থেকেই ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে কথা বলেন রণবীর সিং।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি