ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নিশ্চয়ই স্রষ্টা আমার সঙ্গে আছেন: ইরফান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৩৭, ২০ মার্চ ২০১৮

দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে অনেক আগেই স্থান করে নিয়েছেন ভক্তদের হৃদয়। তবে বর্তমান সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিলো জটিল রোগে আক্রান্ত তিনি। পরে অবশ্য জানা গেল তার নিউরো এন্ডোক্রিন টিউমার হয়েছে। 

ইরফান খান রোগের চিকিৎসার জন্য লন্ডন পাড়ি দিয়েছেন। সেখানেই বিশেষজ্ঞ ডাক্তার দেখাচ্ছেন। তবে নিজের এই পরিস্থিতিতে কিছুটা হলেও বিষন্ন এই তারকা। তাই তো লন্ডন থেকে মন খারাপের একটি টুইট করলেন।

তিনি লিখেছেন, ‘নিশ্চয়ই স্রষ্টা আমার সঙ্গে আছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই পথ দেখান। রাতের আঁধারেও তিনি সঙ্গে থাকেন। নিশ্চয়ই তিনি আমাকেও অন্ধকার থেকে মুক্তি দিবেন।’

ইরফানের এই মন খারাপ করা টুইট দাগ কেটেছে তার ভক্তদের মনেও। সবাই তাকে এই বিপদে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি