ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিয়ে করলেন শ্রিয়া শরন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:২৬, ২১ মার্চ ২০১৮

অবশেষে বিয়েটা করেই ফেললেন ভারতীয় অভিনেত্রী শ্রিয়া শরন। অনেকদিন ধরেই তার বিয়ের কথা শোনা যাচ্ছিলো। অবশেষে রাশিয়ান প্রেমিক স্পোর্টসম্যান এবং ব্যবসায়ী আন্দ্রেই কোসচেভের সঙ্গে তার মালাবদল সম্পন্ন হয়।

তবে নিজের বিয়ের খবর শ্রিয়া গোপন রেখেছেন। ১২ মার্চ মুম্বাইয়ে অভিনেত্রীর নিজে ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর এই বিয়ের অনুষ্ঠানে কোন সেলিব্রেটি বন্ধুকে দাওয়াত দেননি অভিনেত্রী।

শ্রিয়ার স্বামী রাশিয়ার একজন জাতীয়স্তরের টেনিস খেলোয়াড় ও উদ্যোক্তা। রাশিয়ার রাজধানী মস্কোতে তার একটি চেইন রেস্তোরাঁও আছে। তাদের বিয়ের অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন।

বিয়ের পর আন্দ্রেই জনসমক্ষে ভাঙা ভাঙা হিন্দীতে ফিল্মি স্টাইলে প্রপোজ করেন শ্রিয়াকে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

বিয়েতে দুজনেই সেজেছেন অ্যাথেনিক পোশাকে। যদিও শ্রিয়াকে ট্রাডিশ্যনাল স্টাইলেই দেখা গেছে। কিন্তু চমকটা ছিল জামাই রাজার পোশাকে।

উল্লেখ্য. ২০১৫ সালে অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রিয়া। তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‘শিবাজি দ্য বস’ সিনেমায়।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি