ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পপিকে নিয়ে মাতামাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:৩৭, ২১ মার্চ ২০১৮

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পপি। সম্প্রতি এফডিসির নম্বর ফ্লোরে ‘সাহসী যোদ্ধা’ সিনেমার আইটেম গানে অংশ নেন তিনি। এ সময় হঠাৎ সেখানে উপস্থিত হন নৌমন্ত্রী শাজাহান খান। সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকীর আমন্ত্রণেই মন্ত্রী শুটিং দেখতে এফডিসিতে আসেন।

সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘তিনি মন্ত্রী কিন্তু আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করি। আমার সিনেমার শুটিং দেখার জন্য দাওয়াত করেছিলাম বন্ধুকে।’

তিনি আরও বলেন, তিনি মন্ত্রী হিসেবে আমার শুটিং সেটে আসেননি। এসেছেন আমার বন্ধু হিসেবে। তা ছাড়া শাজাহান খান যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক পছন্দ করেন। অনেক শিল্পমনা মানুষ, আমাদের শুটিংয়ে অনেকটা সময় কাটিয়েছেন। বন্ধুকে শুটিংয়ে পেয়ে আমারও ভালো লেগেছে।’

উল্লেখ্য, ‘সাহসী যোদ্ধা’ সিনেমাতে অভিনয় করছেন আমিন খান ও পপি, চিত্রনায়ক ইমন, শিরিন শিলাসহ আরও অনেকে।

এদিকে এরআগে শুটিং সেটে হঠাৎ উপস্থিত হয়েছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। কিছুক্ষণ শুটিং দেখার পর হঠাৎ করে তিনি বলেন- পপির মেকআপ ঠিক হয়নি। মেকাআপ কে করেছেন? মেকআপ তো ভালো হয়নি।

এসময় মেকআপ আর্টিস্ট মনির হোসেন দৌঁড়ে এসে বলেন, ‘স্যার কি করতে হবে।’

এরপর মেকআপ আর্টিস্টের কাছে সরঞ্জাম নিয়ে পপির মেকআপ নিজেই ঠিক করতে শুরু করেন ড. মাহফুজুর রহমান। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবারও ভাইরাল হন তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি