ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নতুন রূপে প্রসেনজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ২১ মার্চ ২০১৮

মনের মানুষ’ এর লালন কিংবা ‘জাতিস্মর’ এ অ্যান্টনি ফিরিঙ্গি বা ‘কাকাবাবু’ চরিত্রে দর্শক প্রসেনজিতকে দেখেছেন নানারূপে। এবার ‘কিশোর কুমার জুনিয়র’ চলচ্চিত্রে প্রসেনজিতকে দেখা গেল ভিন্ন এক রূপে।

চোখে সানগ্লাস, গোঁফ আর ঢেউ খেলানো চুল সম্পূর্ণ নতুন লুকে অন্য রকম লাগছে তাকে। যাতে রয়েছে ১৯৭০ বা ১৯৮০-র দশকের ছোঁয়া।

টালিউডের এই অভিনেতা এখন কৌশিক গাঙ্গুলি পরিচালিত নতুন চলচ্চিত্র ‘কিশোর কুমার জুনিয়র’ সিনেমার শুটিংয়ের জন্য রাজস্থানে রয়েছেন।

সেখান থেকেই শুটিংয়ের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। যাতে বেশ কিছু বাচ্চার সঙ্গে বসে আছেন প্রসেনজিত। সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ছোটদের সঙ্গে কিশোর কুমার জুনিয়র আনন্দ করছে।’

কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন, ‘কিশোর কুমার জুনিয়র’ সিনেমার মূল চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ। তিনি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, রাজেশ শর্মা প্রমুখ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি