ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ইরফানের প্রেরণা যখন রিলকের কবিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২১ মার্চ ২০১৮

লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন ইরফান খান। সেখানেই তাঁর বিরল রোগ, নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে। সোশ্যাল মিডিয়ায় সে খবর জানানোর পরে মাঝে মাঝে নিজের মনের অবস্থার বর্ণনা দিচ্ছেন তিনি। মঙ্গলবার ইরফান ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাইনার মারিয়া রিলকের একটি কবিতা।

সাদা ক্যানভাসে মুখাবয়বের একটি কালো ছায়া। তার সঙ্গে পোস্ট করা হয়েছে জার্মান ভাষার বিখ্যাত কবির এই কবিতাটি। যার ভাবানুবাদ করলে দাঁড়ায়—

আমাদের সৃষ্টি করতে করতেই ঈশ্বর কথা বলেন আমাদের প্রত্যেকের সঙ্গে। আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে তিনি নিঃশব্দে রাতের অন্ধকারটুকু পার করিয়ে দেন। খুব মৃদু হয়ে আসে তাঁর কথাগুলো: তোমাকে যেখানে পাঠানো হল সেখান থেকে তুমি নিজে ফিরতে পারবে না। অতএব তোমার আকাঙ্ক্ষার ব্যাকুলতা তার সীমা স্পর্শ করুক। আমাকে ধারণ করো। জ্বলে ওঠো গনগনে শিখার মতো। তোমার ছায়া এত বৃহৎ হোক, যাতে আমি প্রবেশ করতে পারি। সুন্দর এবং ভয়ঙ্কর, সব রকমই ঘটুক তোমার সঙ্গে। তুমি শুধু চলতে থাকো। কোনও অনুভবই চূড়ান্ত নয়। আমাকে হারিয়ে ফেলো না কোনও মতেই। কাছেই সেই দেশ, যাকে ওরা বলে জীবন। তুমি এ বার তাকে তার পূর্ণ ঐকান্তিকতায় জানবে। তোমার হাতখানি আমায় দাও।

সামনেই মুক্তি পাবে ইরফান অভিনীত ‘ব্ল্যাকমেল’। অভিনয় করার কথা বিশাল ভরদ্বাজের ‘সপনা দিদি’তে। সেখানে ইরফানের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে নেওয়া হয়েছিল। ইরফান সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত সে ছবির কাজ স্থগিত রাখছেন বিশাল।

সূত্র: আনন্দবাজার
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি