ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জয়ার নতুন মিশন ‘ক্রিসক্রস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২১ মার্চ ২০১৮

যতই বয়স বাড়ছে জয়া আহসান আরও বেশি মোহনীয় হয়ে উঠছেন। নিজের সৌন্দর্য্য ও অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলাতেই সমান জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সফলতাও তার ঝুলিতে কম নয়। গত কয়েক বছর ধরে জয়ার বৃহস্পতি তুঙ্গে অবস্থান করছে।

এবার কলকাতার ‘ক্রিসক্রস’ নামে একটি নারীকেন্দ্রিক সিনেমাতে কাজ করছেন জয়া আহসান। সম্প্রতি সিনেমাটির শ্যুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা বিরসা দাশগুপ্ত। যদিও জয়া সিনেমায় যে চরিত্রটি প্লে করছেন তা করার কথা ছিল কলকাতার অভিনেত্রী স্বস্তিকার। পরে জয়াকে চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে বিরসা দাশগুপ্ত বলেন, চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। স্বস্তিকার সঙ্গে কথা হওয়ার পরে ওই চরিত্রটা নিয়ে বহু বার কাজ করি। তখনও কাউকে নেয়ার কথা ভাবিনি। চরিত্র ফাইনাল হওয়ার পরে প্রথমে শ্রীকান্তদা (মোহতা) জয়াকে প্রস্তাব দেন। তারপর আমার সঙ্গে কথা হয় জয়ার।

‘ক্রিসক্রস’ সিনেমাতে জয়া ছাড়াও আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, নুসরাত জাহান, সোহিনী সরকার সহ আরও অনেকে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি