ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দ্বন্দ্ব ভুলে এক সঙ্গে শাকিব-মিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২১ মার্চ ২০১৮

ঢালিউডের সুপারস্টার হিরো শাকিব খান। ঢাকাই চলচ্চিত্রের খলঅভিনেতা মিশা সওদাগর। দুজন জুটি হয়ে এর আগে প্রায় শ’খানেক সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু গত বছর যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ ইস্যু এবং শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে দুজনার মধ্যে শুরু হয় দূরত্ব। অবশেষে সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে নতুন করে আবারও কাজ করতে যাচ্ছেন শাকিব-মিশা।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ নামের নতুন সিনেমার মধ্য দিয়ে এক হচ্ছেন তারা দুজন। বুধবার দুপুরে এফডিসিতে এই সিনেমার মহরত অনুষ্ঠানে ঋদ্ধতাপূর্ণ আচরণ করতেই দেখা গেছে তাদের। এসময় পরস্পরের প্রতি তাদের আচরণ ছিল বেশ আন্তরিক।

অতীতের সব দ্বন্দ্ব ভুলে গিয়ে খুব শীঘ্রই ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন শাকিব-মিশা। ‘ক্যাপ্টেন খান’ সিনেমাতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে বুবলীকে। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এ বিষয়ে শাকিব খান বলেন, আমাদের (শাকিব-মিশা) মধ্যে কোনও দ্বন্দ্ব ছিল না। তাই কাজ না করার কোনও কারণও নেই।

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, সিনেমার গল্প এবং আমার চরিত্রটি পছন্দ হওয়ায় কাজটি করছি। দর্শক শাকিব-মিশাকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাবেন। এটাই আসল বিষয়।

শাকিব খান ও মিশা সওদাগর জুটির সর্বশেষ সিনেমা ‘শুটার’ মুক্তি পায় ২০১৬ সালের সেপ্টেম্বরে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি