ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলেকে নিয়ে গর্বিত অমিতাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ২২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ দু’বছর পর পরিচালক অনুরাগ কাশ্যপের হাত ধরে সিলভার স্ক্রিনে ফিরছেন অভিষেক বচ্চন। আর ‘মনমার্জিয়া’ শিরোনামের সেই আপকামিং সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। যাতে অভিষেক বচ্চনের কঠোর দৃষ্টি সোশ্যাল মিডিয়াতে সারা ফেলে দিয়েছে। যা নজর কেড়েছে দর্শকদের।

‘মানমার্জিয়া’র দুটি লুক রিলিজ পেয়েছে। একটিতে মাথায় পাগরি, এক মুখ দাঁড়ি, চোখ-মুখে কঠোরতার ছাপ নিয়ে দাঁড়িয়ে অভিষেক বচ্চন। অন্যটিতে প্রাণচ্ছ্বল তাপসি পান্নু-ভিকি কৌশল। তবে এই দু’য়ের মধ্যে অভিষেকের লুকটি বেশি পছন্দ হয়েছে সিনেপ্রেমীদের।

অভিনেতার টুইটার কমেন্ট বক্স ভরেগেছে প্রশংসায়। এদিকে ছেলের কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত বাবা অমিতাভও। নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ‘মানমার্জিয়া’র ফাস্ট লুক।

অভিষেকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ লুকের সঙ্গে তাপসি ও ভিকির রোমিন্টিক-কিউট কেমিস্ট্রির মনে ধরেছে দর্শকদের।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি