ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রিয়াঙ্কা চোপড়া অসুস্থ, শুটিং বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২২ মার্চ ২০১৮

ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি রয়েছেন দেশের বাইরে। এদিকে শরীর খারাপ হওয়ার পর পরই সব কাজ বাদ দিয়ে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছেন, ততদিন প্রিয়াঙ্কা বাড়িতেই থাকবেন বলে জানা গেছে।

‘কোয়ান্টিকো’-র শুটিং বন্ধ রেখে আপাতত মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। মায়ের সঙ্গে সময় কাটানোর সেই ছবি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। বলিউড অভিনেত্রীর অসুস্থতার খবর জানার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। তবে আপাতত ভালো আছেন বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন প্রিয়াঙ্কা।

এদিকে হলিউড যাত্রা শেষ করে এবার বলিউডে ফেরার তোড়জোড় শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, সালমান খানের ‘ভরত’-এ নাকি দেখা যাবে তাঁকে। প্রায় ১০ বছর পর সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি