ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

ধর্ষণ থেকে বাঁচতে ৬ তলা থেকে ঝাঁপ রাশিয়ান মডেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২২ মার্চ ২০১৮

যৌন হেনস্থা এবং ধর্ষণের হাত থেকে রেহাই পেতে তলা থেকে ঝাঁপ দিলেন রাশিয়ান মডেল একাতারিন সেতসয়ুক। প্রাণে বেঁচে গেলেও তাঁর মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত লেগেছে।

বিদেশী গণমাধ্যম সূত্রে জানাগেছে, সম্প্রতি দুবাই গিয়েছিলেন একাতারিনা। সেখানে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়ে তাঁকে প্রস্তাব দেন আমেরিকার এক ব্যবসায়ী। তার অভিযোগ, ছুরি দেখিয়ে, ভয় দিয়ে ঘনিষ্ঠ হতে চান ওই ব্যবসায়ী। এরপরই শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে দুবাইয়ের একটি হোটেলের ছ’তলা থেকে ঝাঁপ দেন তিনি।

একাতারিনার বন্ধু ইরিনা গ্রোসম্যান বলেন, নিজের সম্মান রক্ষা করতেই ছ’তলা থেকে ঝাঁপ দেন ওই রাশিয়ান মডেল। ভাগ্যের জোরে তিনি রক্ষা পেয়েছেন। কিন্তু, প্রাণে বেঁচে গেলেও, গুরুতর আহত হয়েছেন তিনি। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাশিয়ান মডেলের অভিযোগ প্রকাশ্যে আসতেই আমেরিকার ওই ব্যবসায়ী দুবাই ছেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু, দুবাই বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির কমপক্ষে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়েছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি