ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সানির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:১৭, ২২ মার্চ ২০১৮

বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে আসছেন সানি লিওন। তবে এর আগে বিতর্কিত কারণে শিরোনামে উঠে আসলেও ইদানিং সবগুলোই প্রায় ভালো কারণে আলোচনায় আসছেন সানি। কখনও ব্যক্তিগত জীবন, কখনও পেশাগত কারণ, সানি লিওন কিন্তু সবসময়ই হট কেক।

কিছুদিন আগে যমজ সন্তানের জন্ম দিয়েছেন তারকা। এর কিছুদিন পরেই নিজে মেক আপ ব্র্যান্ড নিয়ে উপস্থিত হন সানি। এবার লঞ্চ করছেন তাঁর নিজের অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে ফলোয়ারদের সঙ্গে কথাও বলবেন এই তারকা।

জানা গেছে, সানি তাঁর ফলোয়ারদের যে কোনও অনুষ্ঠানের জন্য মেক আপ করতে শেখাবেন। তবে অ্যাপটি লঞ্চ করতে আরও কয়েক মাস সময় লাগবে। কারণ এর জন্য বড় প্ল্যানিং রয়েছে তার।

এই অ্যাপে শুধু মেকআপ টিউটোরিয়ালই দেওয়া হবে না, ফেসটাইমের মাধ্যমে মেক আপ সংক্রান্ত যে কোনও প্রশ্ন সরাসরি সানিকে করতে পারবেন। উত্তর দেবেন তিনি নিজেই।

সানি লিওন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর এরকম একটি পরিকল্পনা ছিল।

তিনি বলেন, ‘স্কিন টাইপের জন্য কি ধরনের মেক-আপ করব, সেটা মাঝে মধ্যেই সবাইকে ভাবায়। আইলাইনারটা মানাচ্ছে কি মানাচ্ছে না, সেটাও অনেক সময় বোঝা যায় না। কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় নিজেকে সুন্দর করে তুলতে। তাই এই অ্যাপেই মিলবে সে সব প্রশ্নের উত্তর।’

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি