ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইউরোপে আব্রামকে নিয়ে শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২২ মার্চ ২০১৮

বলিউড অভিনেতা শাহরুখ খান। তার পুত্র সন্তান আব্রাম। বড্ড ভালোবাসেন তার এ ৪ বছর বয়সী শিশু সন্তানকে। তাইতো সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পরেন সন্তানকে নিয়ে। এবার আব্রামকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে চলে গেলেন ইউরোপ। আর তাদের ভ্রমণের একটি ছবি শাহরুখের স্ত্রী গৌরী খান তার ইন্টাগ্রামে পোস্ট করেছেন। লিখেছেন,‘তুষারমূর্তি…,আবেগী মন’।

৫২ বছর বয়সী এ অভিনেতা তার ইস্টাগ্রামেও এ ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, এই ভ্রমণকে সে কী পরিমাণ উপভোগ করেছেন।

শাহরুখ খান তাঁর পোস্টটিতে শিরোনাম করেছিলেন, ‘বিছানায়, লিফটে এবং অ্যালপ্সে ছোট কিছু করেও আপনি এর চেয়ে বেশি কিছু উপভোগ করতে পারেন। আর তাই আমি আমার ছোট শিশুকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে এসেছি।

ভিডিওটির ফটো স্লাইডশো শেষে দেখা যায়, আব্রাম তার স্কিইং দক্ষতা দেখাচ্ছে। ৪ বছর বয়সী শিশুটি স্কিইস এর উপর নিজেকে সামঞ্জস্যভাবে এবং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখে শাহরুখের দিকে ঝুঁকে রয়েছে।

সুত্র: এনডিটিভি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি