ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ভক্তদের ধোকা দিলেন উর্মিলা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৩৩, ২২ মার্চ ২০১৮

নব্বইয়ের দশকে বলিউড মাতিয়েছিলেন উর্মিলা। ওই সময় তাঁর অভিনয় নাচের তালে মুগ্ধ ছিলেন দর্শকরা। এরপর দীর্ঘদিন ফিল্মি দুনিয়া থেকে দূরে ছিলেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা যায় হিমেশ রেশমিয়ায় কর্জ সিনেমাতে। অবশেষে প্রায় দশ বছর পর বলিউডে ফিরছেন উর্মিলা মাতন্ডকর। ইরফান খান কীর্তি কুলহারি অভিনীত সিনেমা ব্ল্যাকমেইলের গান ‘বেওয়াফা বিউটি’তে দেখা যাবে তাঁকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে সেই গান। কিন্তু সেই সানে মন ভরেনি দর্শকদের। গান দেখার পর অনেকেই বলছেন, কামব্যাক-এর জন্য উর্মিলা এর থেকে অনেক বেশি ভালো কিছু করতে পারতেন। এই গানটা ঠিক তাঁর জন্য নয়।

‘ব্ল্যাকমেল’ ডার্ক কমেডি মুভি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইরফান ও কীর্তি। এছাড়া রয়েছেন দিব্যা দত্ত, ওমি বৈদ্য, অনুজা সাঠে, প্রদ্যুম্ন সিংহ মল সহ আরও অনেকে। সিনেমার পরিচালক অভিনব দেও। যিনি ‘ডেল্লি বেলি’করে সাড়া ফেলে দিয়েছিলেন। তাই স্বাবাভিক ভাবেই ‘ব্ল্যাকমেল’ নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি