ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিয়ে অভিনেত্রীদের ক্যারিয়ারের মৃত্যু ঘটায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ২৩ মার্চ ২০১৮

আবারও রুপালি পর্দায় রানি মুখার্জি। ‘হিচকি’ শিরোনামের সিনেমার মাধ্য দিয়ে তিনি বলিউডে নিয়মিত হচ্ছেন। নিজের জন্মদিনে এক টুইটারে রানি ২২ বছরের ক্যারিয়ার, সংসার জীবন, মাতৃত্ব ও অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য দেন।

খোলা চিঠিতে রানি লিখেছেন, ‘৪০ বছরে পা দিয়েছি। ২২ বছরের ক্যারিয়ার আমার৷ এই ২২ বছরে অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি। তবে যা পেয়েছি, তা অনেক। এর জন্য সবাইকে ধন্যবাদ। সিনেমার মধ্যে দিয়ে শুধু বিনোদন নয়, সমাজকে পাল্টানোর সুযোগ পেয়েছি। সাধারণ মানুষের জীবনের যাত্রা দেখাতে পেরেছি। এজন্য আমি আমার সিনেমার পরিচালকদের ধন্যবাদ জানাই।’

অভিনেত্রী বলেন, ‘আমার জন্মই হয়েছে অভিনেত্রী হওয়ার জন্য, এটা আমি এখন পুরোপুরি উপলব্ধি করতে পারি। তবে একজন নারী হিসেবে বলতেই হয়, ২২ বছরের দীর্ঘ যাত্রাটি আমার জন্য সহজ ছিল না। প্রতিদিন নিজেকে তুলে ধরতে হয়েছে। অভনেত্রীদের প্রতিদিন নিজেকে প্রমাণ করতেই হয়। একজন নারীর ক্যারিয়ার খুব অল্প সময়ের হয়। বিয়ে অভিনেত্রীদের ক্যারিয়ারের মৃত্যু ঘটায়। বক্স অফিসে একচ্ছত্র দাপট থাকতে পারে না নারীদের। আমি এসব কথা যদিও খুব ঘৃণা করি। তারপরেও বলতে হয়, বলিউডের প্রেক্ষাপটে নারীকেন্দ্রিক সিনেমা খুব ঝুঁকিপূর্ণ।’

তিনি বলেন, চেহারা থেকে নাচ, পোশাক থেকে আচরণ সবকিছুই প্রতি মুহূর্তে বিচারের কাঠগড়ায় তোলা হয়। আর সে সব পেরিয়ে পেরিয়েই একজন অভিনেত্রীকে এগোতে হয়। বলিউডে নারীরা নিজের জায়গা তৈরি করতে প্রচুর লড়াই করেন। আমিও তা করেছি ৷ আর বিবাহিত হলে লড়াইটা আরও বেড়ে যায় ৷ মা হয়ে যাওয়া একজন বিবাহিতা নায়িকার স্বপ্ন সবশেষে কফিন বন্দী হতে হয়। উচ্চাভিলাসিতা ও আকাঙ্ক্ষা- এসব পক্ষপাতমূলক ছকের বাইরে আমাদের বাঁচতে হয়। এগুলোকে আমাদের প্রতিদিন জয় করার চেষ্টা করে বাস করতে হয়। তবে অভিনয়ের জন্য যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি