ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শ্রাবন্তীর লাভ চুম্বন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ২৩ মার্চ ২০১৮

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। যাঁর একটা হাসিতেই ফিদে হয়ে যায় মানুষ। মুগ্ধ হয় ভক্তকুল। বর্তমানে দুই বাংলার সিনেমা নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকছেন তিনি। ভক্তরাও প্রতিনিয়ত তাঁর খবরাখবর পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

এবার টলিউডের আরেক অভিনেত্রী কৌশানীর সঙ্গে ভালোবাসা বিনিময়ের দৃশ্য দেখলো ভক্তরা। কৌশানী শ্রাবন্তীকে উদ্দেশ্য করে একটি টুইট করেছিলেন। আর তার উত্তরে শ্রাবন্তীও ভালোবাসা জানালেন একই কায়দায়। লাভ চুম্বন পাঠিয়ে দিলেন কৌশানীর জন্য।

প্রসঙ্গত, পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর মডেল, ফটোগ্রাফার কৃষ্ণান ব্রজকে বিয়ে করেন। কিন্তু সে সম্পর্কেও ইতি হয়। তবে বসে নেই অভিনেত্রী। নতুন নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি