ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বয়স কম তাই রোমান্টিক দৃশ্যে আপত্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৩ মার্চ ২০১৮

এখনও ১৮ বছর পূর্ণ হয়নি। বয়স মাত্র ১৬। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হননি মেয়েটি। আর কারণেই অনস্ক্রিনে কোনও চুম্বন দৃশ্য করতে রাজি হলেন না অভিনেত্রী। ১৮ বছর বয়সেই যদি অনস্ক্রিনে তাঁর চুম্বন দৃশ্য দেখানো হয়, তাহলে ইমেজ নষ্ট হবে। একই সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করলে, ভক্তরাও খুব একটা ভালোভাবে গ্রহণ করবেন না। আর সেই কারণেই অভিনেত্রী জান্নাত জুবেইর এ ধরনের কোনও দৃশ্যে অভিনয় না করার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

জান্নাত জুবেইর একজন টেলি তারকা। রঙের দৃশ্যে অভিনয়ের সময় চুম্বন করে সহকর্মী, তাঁর গালের এবং পিঠের রঙ তুলে দেবেন আলতো করে, পরিচালক এমন নির্দেশই দিয়েছিলেন তাকে। কিন্তু, সহ অভিনেতার সঙ্গে ওই ধরনের কোনও দৃশ্যে তিনি অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

জানা গেছে, হাত এবং কপালে চুম্বনের কথা বলেছিলেন জান্নাত জুবেইর, কিন্তু শেষ মুহূর্তে তা উল্টে যায়। শুধু হাত এবং কপাল নয়, জান্নাত জুবেইরে থুতনিতেও তাঁর সহকর্মী আহান চুম্বন করবেন বলে জানান। এরপরই আপত্তি করেন জান্নাত। আহানকে তিনি কোনওভাবেই তাঁর থুতনিতে চুম্বন করতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এরপর থেকেই শুরু হয় বিতর্ক।

তবে শুধু জান্নাত জুবেইরই নন, তাঁর মা-ও বিষয়টি নিয়ে চটে গেছেন। ১৬ বছর বয়সী মেয়েকে চুম্বনের অনুমতি কখনওই দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রীর মা।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি