ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রঙ মেখে রঙিন অর্জুন-পরিনীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

খুব শীঘ্রই শুরু হচ্ছে ‘নমস্তে ইংল্যান্ডের’ শ্যুটিং। এর আগে পোস্টার ভাইরাল হয়েছিল। এবার সাইবার দুনিয়ায় প্রকাশ করা হয়েছে নায়ক-নায়িকার প্রেমের রঙ। দুজনে গোলাপী রঙ মেখে ছবি পোস্ট করলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

অর্জুন-পরিনীতির নতুন কেমিস্ট্রি আবারও উসকে দিলো ‘ইশাকজাদে’র স্মৃতি। প্রেমে মাখোমাখো ব্যাপার থাকলেও চ্যালেঞ্জ অনেকটাই বেশি। ‘নমস্তে লন্ডন’র সিক্যুয়াল হিসেবে দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়।

২০০৭-এ মুক্তিপ্রাপ্ত ‘নমস্তে লন্ডন’ বক্স-অফিস হিট। আর এই সাফল্যের কারণেই এবার সিক্যুয়াল জোয়ারে ‘নমস্তে লন্ডন’। তবে সিক্যুয়েল হলেও পুরনো গল্প নয়, এই কাহিনির প্লট হবে একদম নতুন। সিনেমার শুটিং হবে পাঞ্জাব, মুম্বাই, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে।

সিনেমা হিরো অক্ষয় জানিয়েছেন, ‘এয়ারলিফট’ সিনেমার শুটিং শেষ করেই বিপুলের সিনেমার শুটিং-এ যোগ দেবেন।

যতবার পর্দায় এসেছে অক্ষয়-ক্যাট জুটি পর্দায় তুলেছে রোম্যান্সের ঝড়। তাই এখন আরও একবার সেই কেমিস্ট্রি দেখতে মুখিয়ে আছে সিনোপ্রেমীরা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি