ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বন্ধুর সঙ্গে বিয়ের প্রস্তুতি সোনমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২৪ মার্চ ২০১৮

অবশেষে বিয়ে করতে যাচ্ছেন সোনম কাপুর। বন্ধু আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তাদের বিয়ের কথা শোনা গেলেও এবছরই সেটা সম্পন্ন করে ফেলবেন সোনম। আর বিয়ের সেই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে লন্ডনে।

সোনম কাপুরের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছে, ‘সোনম ও আনন্দ এই জুনেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সোনমের আগামী সিনেমা ‘বীর দি ওয়েডিং’র মুক্তির পরেই লন্ডনে এই বিয়ের অনুষ্ঠান হবে।’

অপরদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, ‘আনন্দকে নিয়ে সোনমের মনে কোনো দ্বিধা নেই। সে সোনমের প্রতি খুব যত্নশীল। তাই এ বছর জুনেই সোনম ও আনন্দের বিয়ের পরিকল্পনা চলছে।’

সূত্রটি আরও জানায়, প্রথম দিকে বাবা অনিল কাপুর নাকি আনন্দ আহুজাকে নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। সব বাবাই মেয়েদের প্রেমিক নিয়ে প্রথম প্রথম একটু চিন্তায় থাকেন। কিন্তু অনিল কাপুর আর তাঁর স্ত্রী সুনিতা এখন আনন্দকে ঘরের ছেলে করে নিয়েছেন। কাপুরদের যেকোনো পার্টিতে আনন্দের সাবলীল উপস্থিতি দেখে তা বেশ বোঝা যায়। এ ছাড়া সোনমের ছোট ভাই নায়ক হর্ষবর্ধন কাপুরের সঙ্গে নাকি হবু ভগ্নিপতির ভীষণ ভাব। তাই সোনম আর আনন্দের বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। দুই পরিবার মিলে এখন আনন্দ আর সোনমের বিয়ে কীভাবে আয়োজন করবে, সেই পরিকল্পনা করছে।

সূত্র : বলিউড লাইফ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি