ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চোখে বল লেগে রক্তাক্ত জ্যাকলিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২৪ মার্চ ২০১৮

শুটিং সেটে আহত হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সেটের মধ্যেই বলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় জ্যাকির একটি চোখ। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন।

রেস থ্রি-র শুটিং করতে আবু ধাবিতে গিয়েছিলেন শ্রীলঙ্কান এই বিউটি। শুটিং চলাকালীন আচমকাই একটি বল গিয়ে তার চোখে লাগে। সঙ্গে সঙ্গে তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

অপরদিকে বুলগেরিয়ায় শুটিং করতে গিয়ে আহত হন আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং করতে গিয়ে আলিয়ার কাধের লিগামেন্ট ছিঁড়ে যোয়। ফলে বুলগেরিয়াতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর চিকিৎসার জন্য তাকে মুম্বাইতে ফিরিয়ে আনা হয়।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি