ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৪ মার্চ ২০১৮

এবার ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী জিনাত আমন। অভিযোগের পর পরই গ্রেফতার করা হয়েছে মুম্বাইয়ের ওই অভিযুক্ত ব্যবসায়ীকে। গ্রেফতারের পর অভিযুক্ত ব্যবসায়ীকে আদালতে তোলা হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার অভিযুক্ত ব্যবসায়ীকে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি, জিনাত আমনের ধর্ষণের অভিযোগ মুম্বাইয়ের জুহু থানার পুলিশের পক্ষে ক্রাইম ব্রাঞ্চের হাতে হস্তান্তরিত করা হয়েছে।

প্রথমে বন্ধুত্ব এবং পরে অশ্লীল ম্যাসেজ পাঠিয়ে অভিনেত্রীকে উত্যক্ত করা। এই অভিযোগেই সম্প্রতি মুম্বাইয়ের এ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রী। কিন্তু, অভিযোগ দায়েরের পর পরই শহর ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তারপর থেকেই অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় মুম্বাইয়ের ওই ব্যবসায়ীকে। সেই সঙ্গে ক্রাইম ব্রাঞ্চের হাতে হস্তান্তরিত করে দেওয়া হয় মামলাটিকে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি