ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এবার নাকি দেবের বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৪ মার্চ ২০১৮

টালিউডের নায়ক দেব। তার বিয়ে নিয়ে কৌতুহলের শেষ নেই। প্রায়ই শিরোনামে উঠে আসছে নায়কের বিয়ের খবর। শুনলে মনে হয় এই বুঝি বিয়ের ফুল ফুটেছে দেবের। তবে এবার সত্যি সত্যি শুভশ্রীর পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেব। তাইতো সাংবাদিকদের ডেকে সুখবরটা জানালেন তিনি। যদিও এই বিয়ে বস্তবে নয়। এমন বিয়ে তিনি এর আগেও করেছেন বহুবার। অর্থাৎ সিনেমায় ক্যামেরার সামনে বিয়ে।

এর আগে বহুবার এমন বিয়ে করলেও ঘরজামাই এই প্রথম। পুঁজা ইনস্টলমেন্ট সিনেমা ‘হইচই’তে মিমি চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা যাবে দেবকে।

গত বুধবার ছিল ‘কবীর’ সিনেমার ট্রেলার রিলিজ। যেখানে এসে দেব জানান তার আগামী সিনেমার কথা। যেখানে দেব-মিমি ছাড়াও দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, মানসি সিংহ, অর্ন মুখোপাধ্যায়সহ আরও অনেকে।

এ সিনেমাতে দেব শুধু অভিনেতা নন, প্রযোজকও। ‘হইচই’ সিনেমাটি পরিচালনা করবেন অনিকেত চট্টোপাধ্যায়। সিনেমার কাহিনী এখনও প্রকাশ করা না হলেও একজন ঘরজামাইয়ের চরিত্রে দেখা যাবে দেবকে। আর তার বিপরীতে থাকবেন মিমি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি