ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘পদ্মাবতী বিতর্ক আমায় শক্ত অবস্থানে নিয়ে গেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ২৪ মার্চ ২০১৮

বলিউডের হট কুইন দীপিকা পাড়ুকোন বলেছেন, পদ্মাবতী ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে যে বিতর্ক হয়েছিল সেটি তাকে শক্ত অবস্থানে নিয়ে গেছে। যেই খ্যাতি তার আগে কখনো ছিল না।

নয়াদিল্লিতে শুক্রবার মানসিক স্বাস্থ্য নিয়ে এক সেমিনারে দীপিকা বলেন,  পদ্মাবতী নিয়ে যখন দেশব্যাপী তুমুল হইচই, যার কারণে জীবনের প্রতি হুমকিস্বরুপ যে বার্তা আমার কাছে আসে সেটি আমাকে খুব বেশি ভাবায় নি। বরং এর ফলে আমার চরিত্রের দৃঢ়তা বেড়েছে। যেটি এর আগে আমার মধ্যে ছিল না। ‘কারো কারো দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাকে বিষণ্ণতায় ফেলতে পারে না-’যোগ করেন এই সুদর্শনী।

প্রসঙ্গত, পদ্মাবতী চলচ্চিত্রটি নিয়ে বলিউডে চরম বিতর্ক দেখা দেয়। কয়েকদফা কর্তনের পর এটি ছাড়পত্র মিলে। ছবিটির নামও পরিবর্তন করতে হয়।

সূত্র : জিনিউজ।

/এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি