ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিমের ব্যস্ত সময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:৫০, ২৪ মার্চ ২০১৮

বিদ্যা সিনহা মিম। মডেল অভিনেত্রী। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘পাষাণ’সৈকত নাসিরের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে।

নতুন এই চলচ্চিত্র নিয়ে বেশ আশাবাদী মিম। কারণ রোমান্টিক ও অ্যাকশন ঘরানার হলেও সিনেমাটিতে সুন্দর একটি গল্প রয়েছে।

‘পাষাণ’ নিয়ে মিম বলেন, ‘আমি শতভাগ আশাবাদী। কারণ এ সিনেমাতে বিনোদনের সব উপকরণ আছে। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমা হলেও একটা সুন্দর গল্প রয়েছে। নির্মাতা সৈকত নাসিরও বেশ পরিশ্রম করে কাজটি করেছেন। আর ওপার বাংলার নায়ক ওমের সঙ্গে আমার পর্দা রসায়নটা দর্শকরা উপভোগ করবেন। আশা করছি, সিনেমা শেষে দর্শক তৃপ্তি নিয়েই ফিরবেন।’

সিনেমাটিতে মিম একজন সাংবাদিক। চরিত্রটি নাকি বেশ উপভোগ করেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এক কথায় বলতে গেলে দারুণ উপভোগ করেছি চরিত্রটি। আমি বিনোদন অঙ্গনে কাজ করতে এসে সাংবাদিকদের খুব কাছ থেকে দেখেছি। তাদের সঙ্গে আমার সম্পর্কটাও বেশ ভালো। তাই চরিত্রটি ফুটিয়ে তুলতে খুব একটা কষ্ট হয়নি।’

বর্তমানে মিমের ব্যস্ততা যাচ্ছে ঢাকা-কলকাতা-ঢাকা করেই। গত সপ্তাহে কলকাতায় রাজা চন্দের পরিচালনায় ‘সুলতান’ সিনেমার কিছু অংশের কাজ করেছেন। এতে মীমের সহশিল্পী ছিলেন জিৎ। এ ছাড়াও আবারও কলকাতা যাচ্ছেন একটি স্টেজ শোতে অংশ নিতে। সেখান থেকে সরাসরি যাবেন কানাডা। পরপর কয়েকটি শো শেষে মে মাসের প্রথম সপ্তাহে ঢাকা ফিরবেন মীম।

একটা সময় ছিল যখন মিম ছিলেন ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী। কিন্তু বর্তমানে সিনেমার কাজে খুব একটা সময় দিতে পারছেন না ছোট পর্দায়।

এ বিষয়ে মিম বলেন, ‘এখন পুরোদমে সিনেমার কাজে ব্যস্ত। তাই ছোট পর্দায় সময় দিতে পারছি না। তবে বিশেষ দিবসের জন্য কিছু একটা করতে চাই। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি