ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নিজের বিয়ের গয়না কিনছেন দীপিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৪ মার্চ ২০১৮

দীপিকা রণবীর এ বছরই যে বিয়েটা সেরে ফেলছেন তা বোঝাই যাচ্ছে। বেশ কিছুদিন ধরে বলিউডে কান পাতলেই এ খবর শোনা যাচ্ছে। তবে ঠিক কবে বিয়েটা করছেন তা জানা যায়নি। খবরটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীপবীর ভক্তরা।

দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে যদিও তাঁদের কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবুও ‘দীপবীর বিয়ের খবর আর চাপা নেই। দীপিকা এই মুহূর্তে তাঁর হোমটাউন বেঙ্গালুরুতে রয়েছেন। এ মূহুর্তে দীপিকা এবং তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোন এবং বোন আনিশা পাড়ুকোন নাকি বিয়ের গয়না কিনতে ব্যস্ত। এমনকি দীপিকা বেঙ্গালুরুতেই তার বিয়ের রিসেপশন রাখতে চাইছেন।

এদিকে কিছুদিন আগেই শোনা গিয়েছিল, দীপিকার বাবা-মা মুম্বাই উড়ে এসেছেন রণবীরের বাবা-মার সঙ্গে দেখা করতে। বিয়ের ডেট নিয়ে কথা বলতেই তাদের এই আগমন। আর দীপিকার মুম্বাইয়ের প্রভাদেবীর বাড়িতেই নাকি দিপ্পির বাবা-মার সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছিলেন রণবীরের বাবা-মা। সেখানে কথাবার্তা বলার পর রণবীর-দীপিকা নাকি তাঁদের বাবা-মাকে নিয়ে ওরলির এক অভিজাত রেস্তোরাঁতে ডিনার সারেন।

সূত্র : স্পট বয়

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি