ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এবার ধর্ষণের শিকার অভিনেত্রী জিনাত আমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ২০:০৬, ২৪ মার্চ ২০১৮

অভিনেত্রী জিনাত আমানকে চেনে না এক সময় এমন মানুষ খুব কম পাওয়া যেত। আবেদনময়ী অভিনয় দিয়ে বলিউড কাঁপিয়েছেন তিনি। ৬৮ বছর বয়সী সেই জিনাত আমান এবার বোমা ফাটালেন। তিনি জানান, মুম্বাইয়ের এক ব্যবসায়ীর কাছে ধর্ষণের শিকার হয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের জুহু থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন জিনাত। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ। মুম্বাই পুলিশের ডিসিপি নিসার তামবলি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।     

অভিযুক্ত ব্যবসায়ীর নাম আমান খান্না। আগে এই ব্যবসায়ীর সঙ্গে জিনাতের ভাল সম্পর্ক থাকলেও, সম্প্রতি সম্পর্ক তিক্ত হয়ে যায়। দিন কয়েক আগে অভিনেত্রীর বাড়িতে জোর করে ঢুকে এসে তাকে ধর্ষণ করেন ওই ব্যবসায়ী। সত্তরের দশকের অভিনেত্রীর অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে অনুসরণও করছেন ওই ব্যবসায়ী।

১৯৪৯ সালে জন্ম নেওয়া জিনাত আমান প্রথম বড় পর্দায় আসেন ১৯৭১ সালে। এর পর একে একে অভিনয় করেন দেব আনন্দ, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চনসহ সব প্রথম সারির নায়কের সঙ্গে।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি