ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শুটিং-এ ব্যস্ত শাকিব, যাবেন স্কটল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ২৫ মার্চ ২০১৮

ঢালিউড সুপারস্টার শাকিব খান। নতুন নতুন সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। তবে কাজ করতে করতে হাফিয়ে উঠেছেন এই নায়ক। তাই এখন আর বেশি সিনেমা নয়, হাতে গোনা কয়েকটি ভালো প্রজেক্টে কাজ করার সিন্ধান্ত নিয়েছেন তিনি। এক কথায় কাজ অনেক কমিয়ে দিয়েছেন শাকিব।

ভালো প্রজেক্ট ছাড়া কাজ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন এই তারকা। গত ২১ মার্চ থেকে তিনি ঢাকায় ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় নতুন সিনেমা ‘ক্যাপ্টেন খান’-এর কাজ শুরু করেছেন। এ সিনেমাতে শবনম বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, শিবাসানু, ডিজে সোহেলসহ আরও অনেকে অভিনয় করছেন। বর্তমানে বিএফডিসিতে সিনেমাটির শুটিং চলছে।

শাকিব খান বলেন, ‘‘ক্যাপ্টেন খান’ সিনেমার কাহিনীতে নানান টুইস্ট রয়েছে। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি পছন্দ করবেন। টানা কয়েকদিন ঢাকায় এ সিনেমার কাজ করব।’

তিনি আরও বলেন, ‘জয়দ্বীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’ সিনেমার কাজে এ মাসের শেষদিকে স্কটল্যান্ড যাব। সেখানে এ সিনেমার গানের দৃশ্যধারণ হবে। এ সিনেমার কাজও বেশ ভালো হচ্ছে।’

‘ভাইজান এলো রে’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় মুখ শ্রাবন্তী। গত মাসে কলকাতায় এ সিনেমার কাজ শুরু হয়।

উল্লেখ্য, শাকিব খান এর আগে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার কাজ শেষ করেছেন। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়া আশিকুর রহমানের ‘সুপারহিরো’, জয়দ্বীপ মুখার্জির ‘চালবাজ’, রাজীব বিশ্বাসের ‘মাস্ক’, রাশেদ রাহার ‘নোলক’ নামের সিনেমাগুলোতেও কাজ করছেন তিনি।

সবশেষ চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। উত্তম আকাশের পরিচালনায় এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি