ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইরফানকে নিয়ে আবারও গুজব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২৫ মার্চ ২০১৮

ইরফান খানের অসুস্থতা নিয়ে গুঞ্জনের শেষ নেই। ক্যানসার, ব্রেন টিউমার একের পর এক ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় বিভ্রান্তিতে ভক্তরা। যদিও ইরফান খান বরাবরের মতো নিজের টুইটারে খোলা চিঠি লিখে সবার অশান্তি দূর করেছেন।

নিউরো এন্ডোক্রাইন টিউমারের আক্রান্ত অভিনেতা বেশ কয়েকদিন হচ্ছে কঠোর চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন। হঠাৎই গুজব ছড়াতে শুরু করেছে যে- তিনি নাকি ডাক্তার বৈদ্য বলেন্দু প্রকাশের কাছে আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন। তবে এরপরই অভিনেতার এক মুখপাত্র মিডিয়াকে জানিয়েছেন, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের খবর একেবারেই মিথ্যে।

সেই মুখপাত্র আরও জানান, ‘বৈদ্য বলেন্দু প্রকাশের সঙ্গে ইরফান খান একেবারেই কোন পরামর্শ করেননি। একটা সময় তিনি এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলেন ঠিকই তবে তা একবারের জন্যই। তারপর দুজনের মধ্যে আর কোন যোগাযোগ হয়নি।‘

তিনি সকলের কাছে অনুরোধ করে বলেন, ইরফানের ব্যক্তিগত জীবনকে সম্মান করা হোক। কোন সংবাদ প্রকাশের আগে যেন ইরফানের বক্তব্যের জন্য সবাই একটু প্রতীক্ষা করেন। নিজের প্রচার ও লাভের জন্য কারও অসুস্থতার সুযোগ নেওয়া অত্যন্ত লজ্জাজনক।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি