ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে শাকিব খানের ইউটিউব চ্যানেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৩৪, ২৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ২৮ মার্চ ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন। এ দিন তিনি ভক্তদের জন্য নিয়ে আসছেন চমক। এবারের জন্মদিনে কিং খান নিজ নামে খুলতে যাচ্ছেন একটি ইউটিউব চ্যানেল। 

বঙ্গবিডি প্লাটফর্ম থেকে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি তিনি প্রকাশ করতে যাচ্ছেন। চ্যানেলটির নাম ‘শাকিব খান অফিসিয়াল’। 

কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বঙ্গ জানায়, বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ইতিমধ্যে শুধুমাত্র নির্বাচিত চিত্রনাট্যের ছায়াছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি শাকিব খান বঙ্গ প্লাটফর্ম থেকে তার প্রথম অফিসিয়াল ইউটিউব চ্যানেল `Shakib Khan Official` খুলতে যাচ্ছেন। এখন থেকে শাকিব খান অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও ও অডিও গান, ট্রেলার, প্রমো, বিহাইন্ড দ্য সিন সহ ছায়াছবির বিভিন্ন প্রচারমূলক ভিডিও-অডিও ক্লিপ এই চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে। 

জানা যায়, চ্যানেল উন্মোচন উপলক্ষে আগামী ২৮ মার্চ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ দিন বিকেল ৪টায় এক অনুষ্ঠানে শাকিবের জন্মদিন উদযাপনসহ ইউটিউব চ্যানেলটি উদ্বোধন করা হবে।  

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি