ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্ত্রীর জন্য অটো চালক অক্ষয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৬ মার্চ ২০১৮

শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও নিজের পরিবারকে যথেষ্ঠ সময় দেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গত সপ্তাহে স্ত্রী টুইঙ্কেল এবং দুই সন্তান আরভ নীতারাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়ে বিশেষ মুহুর্তগুলো ক্যামেরায় বন্দিও করে ফেলেছেন স্ত্রী টুইঙ্কেল। ভক্তদের সঙ্গে সেই ছবি আবার শেয়ারও করেছেন তিনি। যা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রকাশের সঙ্গে সঙ্গে ছবিগুলো ভাইরালও হয়ে গেছে।

ভাইরাল না হয়ে উপায় কি? অটো চালিয়ে স্ত্রী টুইঙ্কেলকে বাড়িতে নিয়ে আসলেন অক্ষয়। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রাক্তন অভিনেত্রী তথা স্ত্রী লেখিকা টুইঙ্কেল।

শুধু এই ছবিই নয়, খুব সকালে টুইঙ্কেলের ঘুম থেকে জেগে ওঠা, পোষ্যকে নিয়ে হাঁটাহাঁটি কোনও কিছুই বাদ যায়নি এতে। প্রিয় মানুষের সঙ্গে ছুটি কাটানোর বিশেষ মুহুর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করলেন এই রমনী।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি