ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শহীদ মিনারে বলিউড অভিনেতা যশপাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ২৬ মার্চ ২০১৮

বলিউড অভিনেতা যশপাল শর্মা তৌকির আহমেদের ‘ফাগুন হাওয়া’য় অভিনয় করছেন। বর্তমানে ছবিটির শুটিং চলছে। খুলনার পাইকগাছায় ১০ মার্চ থেকে চলছে এ শুটিং। ১১ মার্চ শুটিংয়ে অংশ নিয়েছেন ‘লগান’ খ্যাত এই অভিনেতা। ছবিতে একজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন যশপাল।

এর মধ্যে হুট করে ঢাকায় দেখা গেল যশপালকে। তাও স্বাধীনতা দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিবসে যশপাল এলেন কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। ২০ মিনিটের মতো যশপাল শর্মা শহীদ মিনারের চারপাশ ঘুরে দেখেন।
এসময় যশপাল শর্মা বলেন, ফাগুন হাওয়ায় কাজ করার সময় শহীদ মিনার সম্পর্কে জেনেছি। দেখার ইচ্ছে ছিল। খুব ভালো লেগেছে।   

শহীদ মিনার দেখে যশপাল শর্মা বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি