ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে উড়াল দিলেন শাকিব-বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ২৬ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৪২, ২৬ মার্চ ২০১৮

এ সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলীকে নিয়ে চট্টগ্রাম গেলেন চিত্রনায়ক শাকিব খান। ছবির শুটিং এর জন্য তাদের বন্দর নগরীতে যাওয়া। আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিং হবে এখানকার লোকেশনে।

এর আগে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে শুটিং হয় `সুপার হিরো` ছবির। সেখানে টানা ২০ দিন শুটিং হয়। আজ সোমবার থেকে শুরু হয়েছে ছবির দ্বিতীয় লটের শুটিং। 

চট্টগ্রামে ৩ দিন শুটিং চলবে। বুবলী আজ শুটিংয়ে অংশ নিলেও থাকছেন না শাকিব খান। ঢালিউড সুপারস্টার ক্যামেরার সামনে দাঁড়াবেন মঙ্গলবার থেকে।

চট্টগ্রামের গহিরা পার্ক বিচের দুর্গম এলাকায় ‘সুপার হিরো’র শুটিং হচ্ছে। সেখানে অকার্যকর হয়ে পড়ে থাকা ১৬তলা একটা জাহাজে শুটিং চলছে। ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিডনির সঙ্গে সামঞ্জস্য রেখেই অনেক খোঁজাখুঁজি করে দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য স্থানটি নির্ধারণ করা হয়েছে।

‘সুপার হিরো’ ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র। 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি