ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একসঙ্গে দুই নাটকে মেহজাবিন-নিশো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নাটকে মেহজাবিন চৌধুরী ও নিশোর জুটি ভালোভাবেই  নিচ্ছে দর্শক। তাদের রসায়নও জমে উঠছে। সম্প্রতি বেশ কয়েকটি নাটকে অভিনয়শৈলী দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তারা।
বিশেষ করে দিবসকেন্দ্রিক নাটকে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সম্প্রতি দুটি খণ্ড নাটকের শুটিং শেষ করলেন এ জুটি। এর মধ্যে একটি হচ্ছে মিশুক মনি পরিচালিত ‘রঙ্গিন খামে ধুলো পড়া চিঠি’, অন্যটি মুরসালিন শুভ পরিচালিত ‘আগুন’। দুটি নাটকেই মেহজাবিনকে গতানুগতিক ধারার বাইরে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন।
মেহজাবিন বলেন, ‘দর্শকরা সাধারণত আমাকে শহুরে মেয়ের চরিত্রে বেশি দেখেন। আমার কাছে এমন চরিত্রের নাটকের প্রস্তাবই বেশি আসে। ইদানীং এ ধরনের চরিত্রের বাইরেও অভিনয় করছি। এ দুটি নাটকে শহরের মেয়ে নয়, অভিনেত্রী মেহজাবিনকে খুঁজে পাবেন দর্শক।’  
নিশোও স্বাচ্ছন্দ্যে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাধারণত খণ্ড নাটকেই অভিনয় বেশি করি। এ দুটি নাটকে আমি যে চরিত্রে অভিনয় করেছি তাতে অভিনয়ের বেশ জায়গা ছিল। এমন গল্পে কাজ করে সত্যিই অনেক ভালো লাগে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
পরিচালক জানিয়েছেন এ দুটি নাটক শিগগিরই ভিন্ন দুটি চ্যানেলে প্রচার হবে।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি