ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ঐশ্বর্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৮, ২৭ মার্চ ২০১৮

শুরুটা হয়েছিল হলিউড দিয়ে। কিন্তু, যৌন হেনস্থা ‘মি টু (me too)’ক্যাম্পেইন শুরু হওয়ার পর তাতে যোগ দেয় বলিউডও। অভিযোগ উঠে পরিচালকের যৌন হেনস্তার শিকার হয়েছেন বলিউড সেনসেশন বিদ্যা বালান, রাধিকা। এমনকি বাদ যাননি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াও। সেই অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
জানা যায়, হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইন এক সময় ঐশ্বর্যকে ‘কাছে পেতে’ মরিয়া হয়ে উঠেছিলেন। এমনকি, ঐশ্বর্যকে পেতে হলে বেশ বড় অঙ্কের টাকা খরচা করতেও রাজি হয়েছিলেন তিনি। কিন্তু, রাই সুন্দরীকে কখনও বাগে আনতে পারেননি হার্ভে ওয়েইনস্টেইন।
ঐশ্বর্যর ততকালীন ট্যালেন্ট ম্যানেজার সাইমন শেফিল্ড বলেন, রাই সুন্দরীকে কাছে পেতে এক সময় পাগলের মত ব্যবহার করতেন হার্ভে ওয়েইনস্টেইন। কী করলে ঐশ্বর্যকে পাওয়া যাবে, এমন প্রশ্নের জবাব সাইমন বলেন, হার্ভে হাজার চেষ্টা করলেও কিছুতেই রাই-কে পাবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি। পাশাপাশি হার্ভেকে ‘বরাহনন্দন’ বলে বর্ণনা করেন সাইমন। ওই সময় ঐশ্বর্য রাই-এর আশপাশে ঘেষতেই পারেননি হার্ভে, তাঁকে রাই-এর ধারপাশেও ঘেঁষতে দেননি সাইমন।
হার্ভের ওই বিষয়ের পর এবার ‘মি টু’ক্যাম্পেইন নিয়ে মুখ খুললেন রাই। তিনি বলেন, নারীদের যাতে কোনোভাবে যৌন হেনস্থার মত ঘটনার সম্মুখীন না হতে হয়, তার জন্য আরও বেশি করে সচেতনতা ছড়ানোর প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি যৌন হেনস্থা নিয়ে সমাজের প্রতিটি মানুষ সরব হন, সে বিষয়েও এবার মত প্রকাশ করেন বহু বচ্চন।
সূত্র : জিনিউজ।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি