ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েসহ ঐশ্বর্যর যে ছবি নিয়ে হইচই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মেয়ে শিশুরা সাধারণত বাবার ভক্ত হয়ে থাকে। বাবাকে খুঁনসুটিতে মাতিয়ে রাখতে জুড়ি নেই মেয়েদের। তবে ব্যতিক্রম ঘটেছে বচ্চন পরিবারে। অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্য মায়ের যেন একটু বেশিই কাছাকাছি থাকতে পছন্দ করে। শুটিং হোক কিংবা আম্বানি পরিবাররে বাড়ির পার্টি, ঐশ্বর্যর সঙ্গেই দেখা যায় আরাধ্যকে। এমনকি জন্মদিনের পার্টিতেও মায়ের হাত ধরেই ঘোরাঘুরি করতে দেখা যায় অমিতাভ বচ্চনের ‘রানি’-কে। আর এবার ভাইরাল হল ঐশ্বর্য এবং আরাধ্যর একটি ছবি।
ঐশ্বর্যর ছোটবেলার ছবি এবার ভাইরাল হল। আর সেই ছবির সঙ্গে দেখা যাচ্ছে আরাধ্যর ছবিও। মা-মেয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। আরাধ্যা যে ঐশ্বর্যর ছোটবেলার একেবারে ‘কার্বন কপি’তা দেখলেই স্পষ্ট।
ছবি দেখা যাচ্ছে, সাদা পোশাক পরে হাতে খাবারের থালা নিয়ে বসে রয়েছে আরাধ্য। মুখে হাসি তার লেগেই রয়েছে। অভিষেক কন্যার ওই ছবির সঙ্গেই এবার তুলনা করা হচ্ছে ঐশ্বর্যর একটি ছোটবেলার ছবির। যে ছবি ভালভাবে লক্ষ্য না করলেই ঐশ্বর্যকে যেন চিনতেই পারবেন না। ঐশ্বর্যর ওই ছবির সঙ্গে আরাধ্যাকে গুলিয়ে ফেললেও কোনো ভুল হয় না।
সূত্র : জিনিউজ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি